বরগুনা প্রতিনিধি :: পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৩টায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন নয়নের মরদেহ তার মামা মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। মরদেহ দাফনের জন্য বরগুনা সদর উপজেলার গৌরিচন্না এলাকায় তার মামার বাড়িতে নেয়ার কথা রয়েছে।
ওসি আবির মোহাম্মাদ হোসেন বলেন, বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেনের নেতৃত্বে তিন জন চিকিৎসক নয়নের ময়নাতদন্ত সম্পন্ন করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২ জুলাই) ভোররাত সোয়া ৪টার দিকে বরগুনার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড।
বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে পুরাকাটা এলাকায় যায় পুলিশ। এরপর ভোররাত সোয়া ৪টার দিকে উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্ট গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি, দুটি শটগানের কার্তুজের খোসা, তিনটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পুলিশের চার জন সদস্যও আহত হয়েছেন।
পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেছেন, আমরা চেয়েছিলাম নয়নকে জীবিত ধরতে। তাহলে অন্য আসামিদের ধরতে সুবিধা হতো। তবে বাকি আসামিরা আমাদের নজরদারিতে আছে। শিগগিরই সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।
ধর্ম