কিশোরগঞ্জে পূজামণ্ডপে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় ১১জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে র্যাব জানায়।
র্যাবের সহকারী পুলিশ সুপার মাহবুব উল আলম জানান, গত ৭ অক্টোবর রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ নতুন পল্লী সংঘ মন্দিরে দুর্গা পূজার আরতি চলার সময় কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ (১৭) ও তার অন্য ১০জন সহযোগী মেয়েদেরকে উত্যক্ত করছিল। এ সময় মণ্ডপের শুভ সরকার (১৬), প্রসেনজিৎ ঘোষ (১৭) ও তনয় বর্মন বিকাশ (১৭) বাধা দিলে তাদের সঙ্গে বাক বিতণ্ডা হয়।
এর জের ধরে বৃহস্পতিবার সাজ্জাদসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। সাজ্জাদের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা শুভ সরকার, প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশকে কুপিয়ে জখম করে।
আহত শুভ সরকারকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে র্যাব-১৪ এর একটি দল রাতেই অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। তারা হলেন সাজ্জাদ (১৭), আব্দুল্লাহ আল নোমান (১৬), ফজলে রাব্বি বাধন (১৮), আনোয়ারুল ইসলাম (১৮), জুয়েল (১৬), ইয়াছিন ইসলাম (১৮), সানি আহাম্মেদ (১৬), হৃদয় দত্ত (১৬), ফজলুল করিম আকাশ (১৯), সৌমিত্র বৈষ্ণব (১৬) ও আদনান ইসলাম (১৬)।
পূজা মণ্ডপে মেয়েদের উত্যক্ত করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে বলে তারা র্যাবের কাছে স্বীকার করেছে। পরে তাদেরকে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।
জাতীয়