নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়াপাড় এলাকায় ৩০নং ওয়ার্ড কাউন্সিলরের অবৈধ পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। এর আগে ওই উচ্ছেদ অভিযানে বাধা এবং কর্মচারীদের মারধরের ঘটনায় কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করে কর্পোরেশন কর্তৃপক্ষ।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর গড়িয়ারপাড়ে কাউন্সিলর কালামের নির্মাণাধীন ৫টি দোকানের আরসিসি কাঠামো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানোর সময় কর্পোরেশনের সড়ক পরিদর্শক, কর্মচারী ও আনসার উপস্থিত ছিলেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ বলেন, সিটি কর্পোরেশনের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা গুড়িয়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, গত শুক্রবার একই স্থাপনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধার সম্মুখীন হন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় কর্মচারীদের মারধরও করেন কাউন্সিলর কালাম। এই ঘটনায় সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শক মীর মাসুদ রানা বাদী হয়ে কালাম মোল্লাকে অভিযুক্ত করে বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
টপ-৬, ধর্ম, লিড নিউজ