পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ২ আহত আহত হয়েছেন। সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাজীপুর রাস্তার মাথা নামক স্থানে গতকাল বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে বলে মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে। এ ঘটনায় নুরুল ইসলাম ও রায়হান নামে পিতা-পুত্র দুজন আহত হয়েছেন। সরেজমিনে ও মামলার সূত্রে জানাগেছে, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকাল ৪ টার দিকে প্রতিপক্ষ মোঃ মাহবুব, মোঃ বশির, মোঃ আলম, মোঃ নাসির, সর্ব পিতা মৃত ফজলুল হক ও ইমন পিতা মাহবুব সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী নুরুল ইসলামের তেল ও মুদি দোকানে অতর্কিতে হামলা চালিয়ে ৮৬,৫০০/টাকা নিয়েছে এবং প্রায় দেড়লক্ষ টাকার তেলের ক্ষতি সাধন করে। এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুজনকে গুরুতর আহত করে। দীর্ঘ ১৫ মিনিট ফ্লিমি স্টাইলে হামলা চালিয়ে দুজনকে মৃত ভেবে মাইক্রোবাসযোগে সন্ত্রাসীরা বিরদর্পে এলাকা ত্যাগ করে। এলাকাবাসী অনেকেই বলেন, মাহবুব দুধল মৌ ফয়েজ হোসেন ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হয়ে তিনি তার সন্তানসহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে এ হামলা চালান। এদিকে গতকাল এ ঘটনা সদর থানায় একটি মামলা হয়েছে, মামলা করায় বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
টপ-৯ বরিশাল বিভাগ টপ-৬, পটুয়াখালী, বরিশাল বিভাগ