ভোলার দৌলতখানে বিরোধীয় জমিকে কেন্দ্র করে একই পরিবারের মধ্যে ১০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, ফরমুজল হক (৬০), তার স্ত্রী শাহানুর বেগম (৫০), মেয়ে ফেরদাউস (২৫), জান্নাত(২০), চাচা মৃত আঃ সালামের স্ত্রী জহুরা খাতুন (৪০) ও তার মেয়ে ফাহিম (১৭), চাচা আলিম মাঝি (৫০), মুন্নি তারা(২৮), সামসুন্নাহার (৩৮), রুমা (৩০)। গত শুক্রবার উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাজির হাট সংলগ্ন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একই বাড়ির মৃত সালেমের স্ত্রী জহুরা খাতুনের সাথে আওলাদ মাঝি ও আলিম মাঝি গংএর বিরোধীয় জমি থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে বাগ্বিতÐা হয়। এনিয়ে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ফরমুজলের মেয়ে সুলতানা জানান, ঘটনার দিন আমার বোন জান্নাত বাহিরে জামা-কাপড় শুকাতে গেলে আওলাদ মাঝি ও আলিম মাঝি গং আমার বোনকে মারধর করে। এসময় বাবা-মা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। এতে করে বাবা ফরমুজল হক, মা শাহানুর বেগম, বোন ফেরদাউস, জান্নাত, চাচা মৃত আঃ সালামের স্ত্রী জহুরা খাতুন ও তার মেয়ে ফাহিম আহত হয়। পরে তাদের আমরা ভোলা সদর হাসপাতালে ভর্তি করি। অন্যদিকে আওলাদ মাঝি জানান, জহুরা খাতুন সুপারি পাড়াকে কেন্দ্র করে একটি মিথ্যা মামলা ভোলা আদালতে দায়ের করেন। বিষয়টি জহুরার কাছে জানতে চাই কার প্ররোচনায় তুমি আমাদেরকে হয়রানি করার জন্য খালিখালি মিথ্য মামলা দায়ের করলা। এসময় আমার ভাই ফরমুজলের মেয়ে জান্নাত ভিডিও ধারন করে। বিষয়টি আমার ভাই আলিম মাঝি তাকে বাধা দিলে সে মানে নাই। পরে আমার ভাই আলিম মাঝির সাথে কথা কাটাকাটি হলে ফরমুজল গং লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে করে আমার ভাই আলিম মাঝি, মুন্নি তারা, সামসুন্নাহার ও রুমা আহত হয়। এদের আমরা ভোলা সদর হাসপাতালে ভর্তি করি। চরপাতা সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, তাদের জমি জমার বিরোধকে কেন্দ্র করে এ মাসের মধ্যে একটি সালিস বৈঠকের কথা ছিল। চরপাতা ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজল তালুকদার জানান, ঘটনার দিন আমি একটি সালিসে ছিলাম। পরে জানতে পারলাম তাদের মধ্যে বিরোধীয় জমি নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। দৌলতখান থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টপ-৯ বরিশাল বিভাগ টপ-৬, বরিশাল বিভাগ, ভোলা