কলাপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী নিলুফা বেগম ওরফে নীলাকে গ্রেপ্তার করা হয়েছে। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রাম থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়ার পরিদর্শক মো. শাহজালাল ভুইয়ার নেতৃত্বে গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে নিলাকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় এ পরিমাণ ইয়াবা। এ ঘটনায় কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। সহকারী পরিচালক জানান, গোপন খবরের ভিত্তিতে সফল এ অভিযান পরিচালিত হয়।
ক্রাইম নিউজ বরিশাল বিভাগ ক্রাইম নিউজ, পটুয়াখালী, বরিশাল বিভাগ