বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার পরে এর মশাল মিছিলের আয়োজন করেন সরকারী বিএম কলেজের সাধারন শিক্ষার্থীরা। বিএম কলেজের শহীদ মিনার চত্ত¡র থেকে শুরু হয়ে মিছিলটি কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিএম কলেজের সাধারন শিক্ষার্থী মো: নজরুল ইসলাম, খন্দকার রনি, জিয়াউল, ফয়সাল সহ অন্যান্যরা। এর আগে বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মহানগর আহবায়ক শামিল শাহরোখ তমাল এর সভাপতিত্বে ও জেলা সভাপতি মিন্টু দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড শান্তি দাস, সাবেক ছাত্র নেতা মোজাম্মেল হক ফিরোজ প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবী এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবী জানান। এছাড়াও বৃহস্পতিবার সকালে নগরীর সিএন্ডবি রোডে আবরার হত্যার বিচার দাবীতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ধর্ম, বরিশাল, লিড নিউজ