ভোলার মনপুরায় বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। একই সময় মনপুরায় গত ৬ অক্টোবর ঘটে যাওয়া ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আলাউদ্দিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ও মনপুরার ফকির হাট বাজার ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লার হত্যার সঙ্গে জড়িত খুনিদের ফাঁসির দাবি জানান। এবং উক্ত খুনের চক্রান্তে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, মনপুরার ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আলাউদ্দিনকে গলা কেটে হত্যার ঘটনায় এই পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা হলেন, মোঃ জয়নাল(৩৫), মোঃ কালাম(৩৫), দিবাকর চন্দ্র দাস (৪৫), মোঃ শামীম (২০), মোঃ শাহীন (১৮) ও মোঃ মাকছুদ (১৮)। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উপজেলা সভাপতি মুফতী এনায়েত উল্লাহ, যুব আন্দোলন সভাপতি মুফতী মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম।
বরিশাল বিভাগ ভোলা বরিশাল বিভাগ, ভোলা