নিউজ ডেস্ক :: বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর হাসপাতালে দুই ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন চিকিৎসকেরা। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত ইউএইচএএফপিও আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন বলেন, ঢাকা থেকে জ্বর নিয়ে বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও গৈলা ইউনিয়নের হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার (১৮) বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়। ল্যাবরেটরি পরীক্ষায় তাদের দুই জনের শরীরেই ডেঙ্গু রোগ ধরা পড়ে।
মামুন ও অজয়ের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার দুপুরেই তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আইন-আদালত, আন্তর্জাতিক, খেলাধুলা, জাতীয়, জেলার খবর, ঝালকাঠী, ধর্ম, পটুয়াখালী, পিরোজপুর, প্রবাসে বাংলা, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনোদন, বিশেষ প্রতিবেদন, ভোলা, রাজনীতি, লাইফ স্টাইল, লিড নিউজ, শিক্ষা, সাক্ষাৎকার, স্বাস্থ্য